নতুন ট্রাভেল ভ্লগার কিভাবে কন্টেন্ট তৈরি করবেন?



আসসালামু সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। এ ভ্লগে আপনারা জানতে পারবেন একজন নতুন ট্রাভেল ভ্লগার কিভাবে তার কন্টেন্ট সুন্দরভাবে তৈরি করতে পারে। তো কথা না বাড়িয়ে চলুন ভ্লগটা শুরু করি।


একজন ভ্লগার কন্টেন্ট ক্রিয়েশন করতে গেলে কন্টেন্ট সঠিক ও সুন্দরভাবে উপস্থাপন করতে হয়। এবং ভ্রমন করার সময় কি কি হয়েছে তা ভিডিও মাধ্যমে প্রকাশ করতে হয়। এসব কিছু নিয়ে একটি ট্রাভেল ভ্লগ বা কন্টেন্ট তৈরি করতে হয়।

তাই যেসব বিষয়গুলো মাথায় রেখে ভিডিও করতে হবে।

১. কথা বলে স্থান ইন্ট্রোডিউস/পরিচয় দেওয়া এবং জার্নি শুরুঃ
ভ্লগটা শুরু করার জন্য প্রথমে নিজেকে পরিচয় দিয়ে তারপর যে স্থানে যাচ্ছেন স্থানের নাম ও কোথায় সংক্ষেপ জানিয়ে দেওয়া মাধ্যমে ইন্ট্রোডিউস পর্ব শেষ করে ভিডিওর যাত্রা শুরু করা।

২. ওভার ভয়সের মাধ্যমে ভ্রমনের বিস্তারিতঃ
আপনি যে স্থানে যাচ্ছেন তার সম্পর্কে চাইলে ক্যামেরা সামনে বলতে পারেন অথবা ভিডিও এডিটিং করার সময় ওভার ভয়স মাধ্যমে ভ্রমন স্থানে বিষয় বস্তু তুলে ধরতে পারেন। এতে আপনার তথ্য জানতে পেরে ভিউয়াস পুরো ভিডিও দেখতে আগ্রহী হবে।

৩. প্রতিটা স্থান ক্যামেরার সামনে নিজেকে উপস্থাপনঃ
একজন ভিডিও ক্রিয়েটর হিসেবে অবশ্যই যে স্থান নিয়ে কন্টেন্ট তৈরি করছেন তার আশেপাশে সুন্দর দৃশ্য ফুটিয়ে তোলা এবং সুন্দর মুহুর্ত ও প্রকৃতি তার আসল সুন্দর্য, ভাষায় ব্যক্ত করা।

৪. নিজেদের মজার মুহুর্ত ক্যামেরা বন্দিঃ
ভ্রমনের সময় যদি আপনার বন্ধু বা পরিচিত কাউকে ভ্লগে থাকে তাদের সাথে মজার মুহুর্ত শেয়ার করতে পারেন। এতে আপনার ভিডিওর অডিয়েন্স বাড়তে পারে।

৫. মানুষদের থেকে তথ্য / রিপোর্ট নেয়াঃ
আপনি যখন কোনো দৃর্শনীয় স্থানে যাবেন তখন ঐ স্থানে বসবাসকারী মানুষদের সম্পর্কে বা স্থান সম্পর্কে জানতে তাদের কাছ থেকে তথ্য নিতে পারেন। এবং কেন এই স্থান বিক্ষ্যাত তা অডিয়েন্সকে ভিডিওর মাধ্যমে জানাতে পারেন।

৬. অডিয়েন্স বা ভিউয়ারদের মতামতঃ
দিনশেষে আপনার ভিডিওটি সমাপ্ত করতে ভিডিওটি কেমন লেগেছে তা ভিউয়ারদের মতামত নিয়ে আপনার ভ্রমনটি শেষ করতে পারেন।

Copyright © Tofizur Blog. Created by OddThemes | Blogger Templates