Bishnandi Ferry Ghat Travel Guide | বিশনন্দী ফেরিঘাট ভ্রমন গাইড

Bishnandi Ferry Ghat Travel Guide | বিশনন্দী ফেরিঘাট ভ্রমন গাইড
বিশনন্দী ফেরিঘাট

আসসালামুআলাইকুম, সবাই কেমন আছেন? আশাকরি সবাই ভালো এবং সুস্থ আছেন।

এই ভ্লগে আপনারা জানতে পারবেন বিশনন্দী ফেরিঘাট ভ্রমন গাইড সম্পর্কে:

বাসে কিভাবে যাবেন?

আপনি যদি ঢাকা থেকে বিশনন্দী ফেরিঘাট যেতে চান? তাহলে আপনাকে প্রথমে ঢাকা, সায়দাবাদ বাস স্টেশনে আসতে হবে। সে স্থান থেকে অভিলাস বাস আড়াই হাজার বিশনন্দী ফেরিঘাট দিকে যায়।বাস ভাড়া ৭০-৮০ টাকা। বাস ভাড়া বৃদ্ধি পেতে পারে! আপনাকে সায়দাবাদ থেকে টিকেট কেটে বাসে উঠতে হবে।বাসে যেতে দেড় থেকে ২ ঘণ্টা সময় লাগবে। আড়াই হাজার রাস্তা ওয়ান বাই ওয়ান রোড সেহেতু জ্যাম থাকতে পারে।

(সি এন জি) কিভাবে যাবেন?

আপনি যদি (সি এন জি) করে যেতে চান সে ক্ষেত্রে সায়দাবাদ থেকে (সি এন জি) যায়। জনপ্রতি ১৫০ টাকা করে মোট ৫ জন যাত্রী নিয়ে যাবে। আপনি যদি (সি এন জি) রিজার্ভ নিতে চান তাহলে ৮০০- ৯০০ মধ্যে নিতে পারবেন। এতে আপনি আপনার সুবিধা মতো গৌন্তব্যে পৌছাইতে পারবেন।

 Link: Bishnandi Ferry Ghat, Araihazar |Travels Vlog -3


Copyright © Tofizur Blog. Created by OddThemes | Blogger Templates