গুগল ম্যাপ কিভাবে ব্যবহার করবেন?


এক জায়গা থেকে অন্য জায়গা যেতে গেলে গাইডলাইনের প্রয়োজন হয়। আর বর্তমান সময়ে গুগল ম্যাপের মাধ্যমে আমরা সেই ইনফরমেশন পেতে পারি। তাই গুগল ম্যাপস কিভাবে ব্যবহার করবেন তা নিচে step by step দেওয়া হলোঃ

১. গুগল ম্যাপস ব্যবহার করার জন্য প্রথমে অ্যাপটি Install বা Update করা না থাকলে, Play Store থেকে অ্যাপটি ডাউনলোড করে ওপেন করতে হবে।

২। আপনার জিমেইল অ্যাকাউন্টি লগইন করা না থাকলে লগ ইন করে নিতে হবে।

৩। প্রোফাইল বাটনে ক্লিক করে ‘Settings’ এ যেতে হবে।

৪। সেটিংসে গিয়ে ‘ App language’ এ ক্লিক করুন। এরপর আপনার পছন্দ অনুযায়ী ভাষা বাছাই করে নিন। যেমনঃ বাংলা, ইংরেজী ইত্যাদি। অথবা অন্য আর কোনো ভাষা সেট করতে চাইলে নিচে স্ক্রোল করে আপনার App language সেট করুন। ।

৫। এরপর ব্যাক করে নিচে ‘ Distance Units’ নামে একটি অপশনে ক্লিক করুন। এরপর আপনি আপনার পছন্দ অনুযায়ী ‘Kilometres / Miles / Automatic ‘ সেট করুন।

৬। Settings করার কাজ শেষ, এখন ব্যাক করে আপনার অ্যাপের মেইন অপশনে আসুন।

৭। গুগল ম্যাপস ব্যবহার করার জন্য আপনাকে আপনার মোবাইলের GPS বা লোকেশন অপশন অন করতে হবে। তার পর আপনি গুগল ম্যাপে আপনার লোকেশন দেখতে পারবেন নীল কালারের একটি ডট চিহ্নের মত দেখতে । এটা দিয়ে আপনার বর্তমান লোকশন।

৮. এখন আপনি আপনার যে ঠিকানায় বা Address যেতে চান, তা উপরে search here বাটনে এ আপনার ঠিকানা বা Addres লিখুন। আপনার ঠিকানা অনুযায়ী ম্যাপের মাধ্যমে আপনার গৌন্তব্যে চলে যেতে পারবেন।




Copyright © Tofizur Blog. Created by OddThemes | Blogger Templates