গুলিয়াখালী সমুদ্র সৈকত অন্যান্য সমুদ্র সৈকত থেকে সম্পূর্ণ আলাদা। সৈকত জুড়ে সবুজ গালিচার বিস্তীর্ণ ঘাস একে অন্যান্য সমুদ্র সৈকত থেকে করেছে অন্যন্য। এই সবুজের মাঝ দিয়েে এঁকে বেঁকে গেছে সরু নালা। নালাগুলো জোয়ারের সময় পানিতে ভরে উঠে। পাখি, ঢেউ আর বাতাসের মিতালীর অনন্য অবস্থান দেখা যায় এই সমুদ্র সৈকতে। অবশ্যই আপনারা একবার হলেও ঘুরে আসতে পারেন।
আর আপনাদের কাছে কেমন লাগলো তা কমেন্ট করে জানিয়ে দিন। যদি ভিডিও টি ভালো লাগে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্কাইব করে পাশে থাকুন।
ধন্যবাদ।