চন্দ্রনাথ পাহাড় |
আসসালামুআলাইকুম, সবাই কেমন আছেন?
প্রথমে: কি দিয়ে যাবেন?
বাসে নাকি ট্রেন! আমি রিকমেন্ট করবো আপনাদেরকে বাসে যাওয়ার জন্য।বাসে গেলে ঢাকা সায়দাবাদ থেকে বাস যাবে। সে ক্ষেত্রে ঢাকা টু চট্রগ্রাম ভাড়া পরবে ৪৫০-৫০০ টাকা। ভাড়া বাড়তে বা কমতে পারে!
ট্রেনে করেও যেতে পারেন। আমরা ট্রেনে করে গিয়েছিলাম, ট্রেন যাত্রা আমার কাছে খুবই ভালো লাগে তাই ট্রেনে যাওয়ার সিদ্ধান্ত নেই। আর ঢাকা টু সীতাকুণ্ড স্টেশন ট্রেন ভাড়া ছিলো ১১৫ টাকা।
ট্রেন অভিজ্ঞতা:
আমরা বৃহস্পতিবার রাতে যাত্রা শুরু করি। আমাদের ট্রেনটি ছিল "মেইল এক্সপ্রেস" আমাদের ট্রেন ছাড়ার কথা ছিলো ১০:৩০ মিনিট, পরবর্তীতে ট্রেন ছাড়ে ১২:০০টায়। এর মধ্যে ভ্রমন সিজন থাকায়, ভ্রমন যাত্রী সংখ্যা বেশি হওয়ায় আমরা ট্রেনে উঠতে ব্যর্থ হই।"মেইল এক্সপ্রেস" ট্রেনে প্রথম বাজে অভিজ্ঞতা। বেশকিছু সময় পরে আমরা ট্রেনে উঠে দেখি ছিট বুকিং হয়ে আরো মানুষ দাড়িয়ে আছে। আমাদের পক্ষে দাড়িয়ে যাওয়া সম্ভবনা। আমরা ট্রেন থেকে নেমে গেলাম।
বাহিরে দাড়িয়ে চিন্তা করলাম ট্রেন দিয়ে যাওয়া সম্ভবনা, বাসে যাবো।
ঠিক সেই মূহুর্তে দেখতে পেলাম ট্রেনে খাবারের বগিতে মানুষ উঠছে। আমরাও চেষ্টা করলাম কিন্তু উঠে পারলাম না। পরে বেপারটা বুজতে পারেছি যে খাবারের বগির রান্নার শেইফ একজন আমাদেরকে বলল আপনারা কয় জন? আমরা বললাম ৫ জন, আপনারা খাবারের এই বগিতে যেতে পারবেন জনপ্রতি ১৫০ টাকা করে পরবে।
আমরা তাকে জনপ্রতি ১৫০টাকা করে ৫ জন ৭৫০ টাকা দিলাম পরে আমরা ট্রেনে উঠি।
পরবর্তীতে সিট নিয়ে আরাম করে যেতে পেরেছি।
এই ছিলো ট্রেন অভিজ্ঞতা।
কোথায় নামবেন?
বাসে আসলে সীতাকুণ্ড বাস স্ট্যান্ড নামিয়ে দিবে।সেখান থেকে সীতাকুণ্ড বাজার আসবেন। CNG দিয়ে বাজার থেকে চন্দ্রনাথ পাহাড় ১০০ টাকা নিবে। আর জনপ্রতি ২০ টাকা।
আর ট্রেনে আসলে সীতাকুণ্ড স্টেশন নামবেন। একটু সামনে হেটে গেলে CNG দেখতে পারবেন।
ঠিক ১০০ টাকা করে নিবে। আর জনপ্রতি ২০ টাকা।
চন্দ্রনাথ পাহাড় Chandranath Hill:
চন্দ্রনাথ পাহাড় (Chandranath Hill) হিন্দু ধর্মালম্বীদের তীর্থস্থান আর সুবিশাল সমুদ্র অপরূপ প্রাকৃতিক সৌর্ন্দয্যের লীলাভূমি সীতাকুণ্ডকে করেছে অনন্য। চন্দ্রনাথ পাহাড়ের অবস্থান সীতাকুণ্ড বাজার থেকে মাত্র ৪ কিলোমিটার পূর্বে দিকে। সীতাকুণ্ড বাজার থেকে পায়ে হেঁটে কিংবা রিক্সায় করে চন্দ্রনাথ পাহাড়ে নিচের গেটের কাছে যাওয়া যায়। তবে পায়ে হেঁটে চন্দ্রনাথ পাহাড়ে যাবার পথে হিন্দুদের বেশ কিছু ধর্মীয় স্থাপনা ও অধিবাসীদের জীবন যাত্রার চিত্র দেখে যেতে পারবেন। চন্দ্রনাথ পাহাড় চূড়াতেই চন্দ্রনাথ মন্দির Chandranath Temple অবস্থিত।চন্দ্রনাথ পাহাড়ে যাবার পথে ছোট একটি ঝর্ণা দেখাঁ যায়। এই ঝর্ণার কাছ থেকে পাহাড়ে উঠার পথ দুই দিকে চলে গেছে। ডান দিকের পথটির পুরোটাতেই পাহাড়ে উঠার জন্য সিঁড়ি তৈরি করা আর বাম পাশের পথটি সম্পূর্নই পাহাড়ি। সাধারণত পাহাড়ি পথ দিয়ে উপরে উঠা তুলনামুলক সহজ আর সিঁড়ির পথে নামাতে সহজ হয়। চন্দ্রনাথ পাহাড়ের উচ্চতা ১১৫২ ফুট। হেঁটে উঠতে একটু পরিশ্রমের কাজ হলেও আপনার হাঁটার উপর নির্ভর করবে কতক্ষণ লাগবে। সাধারণত ১ ঘন্টা ৩০ মিনিটের মত সময় লাগবে আসতে ধীরে উঠলে। চন্দ্রনাথ পাহাড়ের উপরেই চন্দ্রনাথ মন্দির অবস্থিত। চন্দ্রনাথ পাহাড়ের মাঝামাঝি দূরত্বে এবং চূড়ায় মন্দিরের কাছে ছোট টং দোকান আছে সেগুলিতে হালকা খাবার এবং পূজা দেয়ার উপকরণ পাওয়া যায়, তবে ভালো হয় উঠার সময় সাথে পর্যাপ্ত পানি ও কিছু শুকনো খাবার সাথে রাখলে। প্রতি বছর মহাশিবরাত্রি উপলক্ষ্যে প্রচুর হিন্দুধর্মালম্বী চন্দ্রনাথ পাহাড় ও মন্দিরে পুণ্যযাত্রায় আসেন।
এই ছিলো চন্দ্রনাথ পাহাড়ে যাওয়ার গল্প এবং ভ্রমন গাইড।
কোনো মন্তব্য জানানোর থাকলে কমেন্ট করে জানাতে পারেন,
ধন্যবাদ।