এয়ার লাইন্স, ক্লাস ও দেশ ভেদে বিমানের ভাড়ার পার্থক্য হয়ে থাকে। এবং বিশেষ দিনগুলোতে দাম উঠা নামা করে থাকে। বর্তমান টিকেটের ঢাকা টু দাম্মাম বিমান ভাড়া, ঢাকা টু জেদ্দা বিমান ভাড়া কত, ঢাকা টু রিয়াদ, ঢাকা টু দুবাই বিমান ভাড়া, জানতে গুগুলে Air Ticket Bd লিখে সার্চ করলে অনেক সাইট আসবে। সেখানে আপনার গন্তব্য ও তারিখ বসিয়ে সার্চ করলে এভেইল এভেল সিট। বর্তমান টিকেটের দাম একদম সঠিক ভাবে জানতে পারবেন। আমি ভুল তথ্য দিয়ে বিভ্রান্ত করতে চাইছি না।
প্রথমে Biman-airlines.com-এই সাইটে প্রবেশ করুন। এর পর আপনার টিকেটের PNR (Passanger name record) বা ভেন্ডর লোকেটর, নাম, ও ইমেইল লিখুন এবং শো আপগ্রেড বাটনে ক্লিক করুন। অথবা কল করুন ০১৯৯০৯৯৭৯৯৭ নাম্বারে।